জব এপ্লিকেশন ফরম ফিলআপ এর পূর্ব প্রস্তুতি ও নিয়মাবলী

* বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে ব্যাংক ড্রাফট করে রশিদ টি সঙ্গে রাখুন।
* আপনার ছবি, সাক্ষর, শিক্ষাগত যোগ্যতা ও মূল পরিচয় পত্রের স্ক্যান কপি সঙ্গে রাখুন।
* ফরমটি যে কোন ইউনিকোড সাপোর্টেড সফটওয়ার (অভ্র) দিয়ে পূরণ করতে হবে।
* প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সম্পূর্ন ফরমটি পূরণ করে ভালো করে চেক করে দেখতে হবে সব তথ্য ঠিক আছে কি না।
* জনপ্রতি একবারই শুধু একটি জবের জন্য এপ্লাই করতে পারবেন।

For better performance please use PC

Unfortunately there are currently no positions available.

বরাবর,
মহাব্যবস্থাপক (প্রশাসন)
চিটাগাং ড্রাই ডক লিমিটেড
বাংলাদেশ নৌবাহিনী
পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম।

300px X 300px সম্প্রতি তোলা ছবি সংযোগ করুন

চিটাগাং ড্রাই ডক লিঃ এ চাকুরীর আবেদনপত্র

১. পদের নাম :
২. বিজ্ঞপ্তি নম্বর : তারিখ: দি মা
৩. প্রার্থীর নাম বাংলা:
ইংরেজীতে (বড় অক্ষরে) :
৪. জাতীয় পরিচয় পত্র নম্বর: (যে কোন একটি)
জন্ম নিবন্ধন নম্বর:
৫. জন্ম তারিখ: দি মা ৬. জন্ম স্থান (জেলা):
৭. বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স: বছর মাস দিন
৮. মাতার নাম :
৯. পিতার নাম :
১০. ঠিকানা : বর্তমান স্থায়ী
বাসা ও সড়ক (নাম/নম্বর):
গ্রাম/পাড়া/মহল্লা:
ইউনিয়ন/ওয়ার্ড:
ডাকঘর:
পোস্টকোড নম্বর:
উপজেলা:
জেলা:
১১. মোবাইল/টেলিফোন নম্বর: ই-মেইল (যদি থাকে):
১২. জাতীয়তা: ১৩. রক্তের গ্রুপ
১৪. ধর্ম : ১৫. জেন্ডার: ১৬. বর্তমান পেশা:
১৭. শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নাম বিষয় শিক্ষা প্রতিষ্ঠান পাসের সন বোর্ড/বিশ্ববিদ্যালয় গ্রেড/শ্রেণি/বিভাগ
১৮. অতিরিক্ত যোগ্যতা
(যদি থাকে)
১৯. অভিজ্ঞতার বিবরণ (প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে)
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পদের নাম কাজের ধরন চাকুরীকাল
২০. কোটা (টিক দিন):
অন্যান্য (উল্লেখ্য করুন):
২১. চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর: তারিখ:
ব্যাংক ও শাখার নাম :
২২. বিভাগীয় প্রার্থী কিনা (টিক দিন) :
আমি এ মর্মে অঙ্গীকার করছি যে ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব।
কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব।
তারিখ: প্রার্থীর স্বাক্ষর

স্বাক্ষর সংযোগ করুন (200 X 100)

সংলগ্নী
১। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি । (Merged)
২। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি - ০১ (এক) পাতা ।
৩। অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে) । (If any) (Merged)
৪। অন্যান্য আনুসঙ্গিক কাগজপত্র । (If any) (Merged)
Loading...